Home জুলাই ২৪, ২০২৪ byISMAIL -September 22, 2024 0 কোটা আন্দোলনের তিন সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদকে পাঁচ দিন পর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানান, অজ্ঞাত কয়েকজন তাদের চোখ বেঁধে তুলে নিয়ে গিয়েছিল এবং বিক্ষোভ শেষ করার ঘোষণা দেওয়ার জন্য নির্যাতন করেছিল। Facebook Twitter