Home ৩০ জুলাই ২০২৪ byISMAIL -September 22, 2024 0 কোটা আন্দোলনে নিহতদের স্মরণে সরকার দেশব্যাপী শোক পালনের আহ্বান জানায়। তবে আন্দোলনকারীরা এই আহ্বান প্রত্যাখ্যান করে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং তা অনলাইনে প্রচারের কর্মসূচি ঘোষণা করে। লাখো মানুষ ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রোফাইলে লাল রঙের ছবি আপলোড করে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে।একই দিনে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমাবেশ করেন, অভিভাবকরা প্রতিবাদ সমাবেশ করেন এবং বিশিষ্ট নাগরিকরা জনসমক্ষে হতাহতের জন্য সরকারের জবাবদিহিতা দাবি করেন।" Facebook Twitter