Home ২৯ জুলাই ২০২৪ byISMAIL -September 22, 2024 0 ছয় সমন্বয়কারীকে আটক ও হয়রানির প্রতিবাদে শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমে আসে। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের মুখে ব্যাপক সংঘর্ষ ঘটে। এদিন সরকার জামায়াত-শিবির নিষিদ্ধ করার ঘোষণা দেয়।সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা হাইকোর্টে রিট করেন, যাতে ছয় সমন্বয়কারীকে অবিলম্বে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চাওয়া হয়। শুনানিতে হাইকোর্ট ছয় সমন্বয়কারীকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে 'মশকরা' বলে আখ্যায়িত করেন।" Facebook Twitter