ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট
নতুন বিতর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি
![]() |
ঊর্মি বলেন, "আমি হিপোক্রিট নই। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে যেকোনো জায়গা থেকে কথা বলা যায়। চাকরি গেলেও সমস্যা নেই।" শনিবার ফেসবুকে একটি পোস্টে ঊর্মি লিখেছিলেন, "সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। এতে দেশের অতীত মুছে ফেলা হয়েছে।" পোস্টটি ভাইরাল হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ওএসডি করা হয়।
ঊর্মি আরও বলেন, "আমি অ্যাডমিনিস্ট্রেশনে না থাকলেও একই কথা বলতাম। মুক্তিযুদ্ধবিরোধী শক্তির পক্ষে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়। যে সরকারই আসুক, আমি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে কথা বলবো।"
রিসেট বাটন প্রসঙ্গে ঊর্মি বলেন, "রিসেট বাটন মানে কী? অতীত মুছে ফেলা মানে কী? আমাদের মুক্তিযুদ্ধ মীমাংসিত সত্য, এটি মুছে ফেলা যায় না।"
ঊর্মির পোস্ট এখন আর তার ওয়ালে দেখা যাচ্ছে না। তিনি জানান, পোস্টটি ‘অনলি মি’ করে রাখা হয়েছে।